শেরপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ২২ জন

শেরপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েই চলেছে, হাসপাতালে ভর্তি ২২ জন

জেলা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ১৫ দিনে শেরপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৫ জন। এদের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালে ৪ জন এবং ঝিনাইগাতি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। দিন যত যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তত বাড়ছে। ঈদের আগে শেরপুরের হাসপাতালে রোগীর সংখ্যা ছিলো মাত্র ৩ জন। বতমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন তাদের প্রায় সবাই ঢাকায় কর্মস্থলে ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরপুরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে রোগী ও তাদের স্বজনদের সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত বড় কোন ধরনের ব্যবস্থা গ্রহণ লক্ষ্য করা যায়নি। ফলে পৌরবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিভিল সার্জন অননুপম ভট্টাচার্য জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মাত্র দুইজন শেরপুরে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে। তবে মশাবাহিত এই রোগ থেকে বাঁচতে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাসাবাড়ির ছাদ, আঙিনা পরিষ্কার রাখাসহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *