শেরপুরে ডিবি'র অভিযানে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে ডিবি’র অভিযানে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলা

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ মোঃ হযরত আলী (৩০) ও মোঃ আব্দুল্লাহ @ ময়নাল (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী থানার নিজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃত দুইজন মোঃ হযরত আলী নালিতাবাড়ী থানার কালাকুমা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং মোঃ আব্দুল্লাহ @ ময়নাল জামালপুর জেলার সদর থানার পাথালিয়া নাওভাঙ্গা গ্রামের মোঃ মহর আলী মন্ডলের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন নিজপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশী মদসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *