শেরপুরে এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে এক দফা দাবি আদায়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

জেলা

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা বিএনপির আয়োজনে সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় শহরের গৃদানারায়নপুর থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্ব একটি এবং শহরের মাধবপুর মহল্লা থেকে সাধারণ সম্পাদক মো. হযরত আলীর নেতৃত্ব আরো একটি মিছিল বের করা হয়। এসময় শহরের বিভিন্ন মোড় থেকে বিএনপি ও অঙ্গদলের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল বের হয়।

পরে সকল মিছিল শহরের খরমপুর মোড়ে একত্রিত হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের রঘুনাথপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হযরত আলী, শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপম, শফিকুল ইসলাম মাসুদ, আওয়াল চৌধুরী প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির এবং অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

দিকে জেলা বিএনপির পদযাত্রায় হাজার হাজার নেতা-কর্মীর ভিরে কিছুক্ষণের জন্য শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *