শেরপুরের নকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় বাংলা বর্ষবরণ-১৪৩০ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ। এতে রমজানের পবিত্রতা ও ভাবগম্ভীর্য রক্ষা করে বাংলা নববর্ষ বরণ করতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবিব, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম এবং ইউপি চেয়ারম্যানগনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *