শেয়ারবাজারে বড় দরপতন, কোটি কোটি টাকার লেনদেন

অর্থনীতি

ডেস্ক রিপোর্ট ঃ

এক কার্যদিবসে বড় উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। প্রায় আড়াই মাসে এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

দিনের লেনদেন শেষে, দাম তীব্রভাবে কমেছে, তবে প্রথমে একটি আপট্রেন্ড পরিলক্ষিত হয়েছিল। বেশিরভাগ কোম্পানি তাদের শেয়ারের দাম বাড়িয়ে লেনদেন শুরু করায় শেয়ারবাজার খোলার সময় প্রধান ডিএসই সূচক ৫ পয়েন্ট বেড়েছে। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

দিন শেষে ডিএসইর ৪৯টি কোম্পানির শেয়ার বিজয়ীর তালিকায় নামছে। বিপরীতে দর কমেছে ১৩৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮১টির দর। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *