চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
চিরিরবন্দরে ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় ওরিয়েন্টেশন ক্লাসে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ মোসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ডীন ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আহছান হাবিব, এবি ফাউন্ডেশনের চীফ কো- অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও ডিএপিআইএএস ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মোঃ তালাল ওয়াসিম।
এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথী অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন বলেন, জীবনের এক ধাপ পেরিয়ে আরেক ধাপে পদার্পণ তোমাদের। এখানে সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। জীবনের নিদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিবার পরিজন ছেড়ে শিক্ষা গ্রহণ করবে। তাই ভাল ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথাও বলেন তিনি।
