শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
বলিউডের ‘বাদশা’ বলা হয় শাহরুখ খানকে। তাকে ঘিরে ভক্তদের উৎসাহের কমতি নেই। দর্শকের ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন তিনি। কিন্তু কখনও কখনও এই মুগ্ধতা শাহরুখের কাছেও বিরক্তিকর হয়ে ওঠে।

বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি ছবিটির শুটিং করতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভক্ত শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে তাকে ‘ধাক্কা’ দেন নায়ক। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই ‘জওয়ান’ বয়কটের কথা বলছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শাহরুখ টাটা করার ভঙ্গিতে অন্য ভক্তের দিকে হাত নাড়তে গিয়েসেলফি তুলতে যাওয়া ব্যক্তির হাতে হাত লেগে যায়। ভিডিওটি এমনভাবে শ্যুট করা হয়েছে যে দেখে মনে হচ্ছে বলিউড বাদশা ইচ্ছাকৃতভাবে ভক্তকে ধাক্কা দিয়েছেন।

ভিডিওতে, শাহরুখকে একটি কালো চামড়ার জ্যাকেট, চশমা এবং এলোমেলো চুল পরা অবস্থায় দেখা যাচ্ছে। সহকারী পূজা দাদলানির সঙ্গে। বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান এক ভক্ত। এরপর মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। সেই ফ্যানটিকে হাত দিয়ে দূরে ঠেলে দেন শাহরুখ।

সাধারণত শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না। তাই শাহরুখের এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘পাঠান হিট হওয়ার পর থেকে শাহরুখের আচরণ বদলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’

শাহরুখের দুটি বিগ বাজেটের ছবি – ‘ডানকি’ এবং ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় আছে। ‘জওয়ান’ মুক্তির এক মাসও বাকি নেই। এদিকে এমন ঘটনা সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *