তারেক পাঠান,ঢাকা :
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হল সিলেট ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লি: এসএফসিএল এমপ্লয়ীজ ক্লাব নির্বাচন ২০২৩। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের ভেতরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য অত্র প্রতিষ্ঠানের ইআইপি পাওয়ার প্ল্যান্ট শাখার এম.ও শরীফুল ইসলাম পাঠান সিনিয়র সহ-সভাপতি পদে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে উক্ত প্রতিষ্ঠানের এইচ.এস.টি দেলোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক পদে এস.টি সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে এস.টি -১ শরিফ হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে, এম.ও আবু- সালেহ মো: আবদুল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক পদে এইচ.এস.ও রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে, এস.টি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে এস.এস.টি -৬ এজাজ মিয়া, সাহিত্য সম্পাদক পদে, এস.এস.ও -২ আব্দুল্লাহ,সাংস্কৃতিক সম্পাদক পদে এস.ও মিলন শেখ নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী কারখানার ব্যবস্থাপনা পরিচালক কার্যকরী কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এদিকে ফলাফলের পর থেকে বিজয়ী প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকরা ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন, জয়ের শুভেচ্ছা ও শুভকামনা জানায়িছেন।