শচিনকে ছাপিয়ে কোহলি:করলেন ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড

শচিনকে ছাপিয়ে কোহলি:করলেন ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন বিরাট কোহলি। আজ (বুধবার) এই ভারতীয় ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি করলেন। এখনও পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড শচীনের দখলে।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোহলি তার ৫০তম ওডিআই সেঞ্চুরি করেন। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন ভারতের এই তারকা ক্রিকেটার।

শচীন ৪৬৩টি ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। অন্যদিকে ২৯২ ম্যাচ খেলে শচীনের রেকর্ড ভেঙেছেন কোহলি। সেই হিসেবে শচীনের থেকে ৭১ ম্যাচ কম খেলে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

এর আগে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে শচীনের রেকর্ড ভাগ করে নেন কোহলি। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করার সুযোগ পান কোহলি। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৫৬ বলে ৫১ রান করে আউট হন এই তারকা ব্যাটসম্যান।

ডাচদের বিপক্ষে সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও শচীনের রেকর্ড ভাঙতে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মাত্র তিন দিন পর বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এই কীর্তি গড়লেন কোহলি।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিতের সেঞ্চুরি ৩১। সেঞ্চুরির তালিকায় শীর্ষ তিন স্থান ভারতীয়দের দখলে।

রোহিতের চেয়ে এক সেঞ্চুরি কম নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং। এই কিংবদন্তি ক্রিকেটার ৩০টি সেঞ্চুরি করেছেন এবং ৩৭৫টি ম্যাচ খেলেছেন।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। এই বাঁহাতি ব্যাটসম্যান ৪৪৫ ম্যাচে ২৮টি সেঞ্চুরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *