নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের একটি মাল্টি-ডিসিপ্লিনারি ক্যান্সার হাসপাতাল হিসেবে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি সেন্টার উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ সার্জনদের মাধ্যমে কোনো সার্জিক্যাল সাইট ইনফেকশন ছাড়াই ১০০টি সার্জারির মাইলফলক অর্জন করেছে।
এই অর্জন হাসপাতালের চমৎকার অস্ত্রোপচার অনুশীলনের প্রতিফলন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৩ মে) ল্যাবএইডের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম বলেন, সার্জিক্যাল টিমের ব্যতিক্রমী টিম ওয়ার্ক, অটল প্রতিশ্রুতি এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে এই অর্জন সম্ভব হয়েছে এবং তিনি অত্যন্ত গর্বিত। এটা ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার রোগীর নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি অন্যান্য প্রতিষ্ঠানকেও মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একমাত্র মাল্টিডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং সুপার স্পেশালিটি সেন্টার চিকিৎসা, রেডিয়েশন এবং ডায়াগনস্টিক সুবিধাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। উল্লেখিত সেবা ছাড়াও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার সব ধরনের সার্জারি ও অপারেশন সেবা প্রদান করে আসছে। হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, দক্ষ নার্স এবং সুসংগঠিত টিম রয়েছে যা রোগীদের সর্বোত্তম পরিষেবা প্রদানের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে।
এছাড়াও একশত (১০০)টি সার্জারির মাইলফলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সার্জারি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, নিউরো সার্জারি, ইএনটি সার্জারি, অনকোপ্লাস্টিক সার্জারি, গাইনোকোলজি অনকোলজি, রেডিওলজির সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।