নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে লোহাগড়া থানার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া-চকরিয়া সীমান্ত গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং নং ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বাশারের ছেলে মো. হামিদুল্লাহ (৩২), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও উত্তর হারবাং করমহুরী পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০)।
ফায়ার সার্ভিস জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা সবাই ছিলেন লেগুনার যাত্রী।
লোহাগড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শফিউল আজম জানান,‘ সকাল ৮টা ৪৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা দুজনকে মৃত অবস্থায় দেখতে পাই। আমরা মরদেহগুলো উদ্ধার করি। বিজিবি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।’
