লুর সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে : ফখরুল

রাজনীতি

ডেস্ক রিপোর্ট ঃ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) নিষিদ্ধ করার মার্কিন বিবৃতি নিয়ে সরকার মিথ্যাচার করেছে। যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত। নিষেধাজ্ঞায় আমরা খুশি নই, এটা আমাদের জন্য লজ্জার। সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে হবে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড লু সাক্ষাতের চেষ্টা করেছেন কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা (বিএনপি) তার সঙ্গে দেখা করার চেষ্টা করিনি।

বিএনপির কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একই দিনে কর্মসূচি নিয়ে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় আওয়ামী লীগকেই নিতে হবে। বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নজরদারিতে রাখতে প্রযুক্তি ক্রয় ও জলদস্যুতা সংক্রান্ত আইন প্রণয়ন করতে যাচ্ছে যাতে তাদের অবৈধভাবে ক্ষমতা দখল করা যায়। এই ভয়ঙ্কর দমনমূলক আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার অগণতান্ত্রিক আচরণ জনগণকে তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করতে সহায়তা করছে। তিনি অবিলম্বে এই প্রযুক্তিগুলি কেনার জন্য এবং আইন প্রণয়নের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *