লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে ৯ সেনা নিহত

লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে ৯ সেনা নিহত

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের লাদাখে সড়ক থেকে নদীতে গাড়ি পড়ে দেশটির সেনাবাহিনীর ৯ সেনা নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সেনাবাহিনী দুর্ঘটনায় একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং আট সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি শহরে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। লেহের সিনিয়র পুলিশ সুপার পিডি দৈনিক সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

এই ঘটনায় আরও এক জওয়ান আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর পূর্ব লাদাখের কিয়ারিতে অবস্থিত। কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জন সেনা সদস্য ট্রাকে ভ্রমণ করছিলেন এবং বহরে পাঁচটি গাড়ি ছিল।

দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে ছুটে যায়। সেখান থেকে আহত সেনাদের দ্রুত সামরিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরপরই আটজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক জওয়ানের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে একটি শোক বার্তা পোস্ট করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, লেহ-এর কাছে দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় আমরা ভারতীয় সেনাদের হারিয়েছি। জাতির জন্য তাদের সর্বোচ্চ সেবা আমরা চিরকাল মনে রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাদের সেবা দেশ কখনোই ভুলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *