লাকসামের ধর্ষণের মামলায় এক আসামীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড

জেলা

কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় এক ধর্ষণের মামলায় আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২মাসের কারাদন্ড দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত। আজ বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামী আবু আহাম্মদ মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এড প্রদীপ কুমার দত্ত জানান,আসামী ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লামসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার মামলায় ৬জন স্বাক্ষীর মাধ্যমে আদালতে প্রমাণিত হওয়ায় আদালত আসামী আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ২মাসের কারাদন্ড দেয় রায় দেন।
এ ঘটনায় ধর্ষিতার মা মনি বেগম বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামীআবু আহাম্মদমিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *