রোনালদোর ৬৩তম হ্যাটট্রিক!v

রোনালদোর ৬৩তম হ্যাটট্রিক!

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করেছেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর তার হ্যাটট্রিকের সৌজন্যে শুক্রবার আল ফাতেহকে ৫-০ গোলে পরাজিত করেন। দলের হয়ে বাকি দুটি গোল করেন সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ক্রিশ্চিয়ানো রোনালদো গত মৌসুম পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের হয়ে ৬২টি হ্যাটট্রিক করেছেন। আর এই মৌসুমের শুরুতেই ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক করলেন সিআর সেভেন। প্রিন্স আবদুল্লাহ বিন জালাভি স্টেডিয়ামে দিনের শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসর। কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ১৮ মিনিট পর্যন্ত। এই সময়ে দলকে প্রথম লিড এনে দেন আল নাসেরের সেনেগালিজ তারকা সাদিও মানে। এই গোলে সহায়তা করেন রোনালদো। পরে নতুন মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক এই রিয়াল তারকা। এছাড়াও, লিগের প্রথম জয়ও পেয়েছে দলটি।

রিয়াদের প্রতিনিধিরা ১৫ আগস্ট আল ইত্তেফাকের কাছে হেরে সৌদি আরবের শীর্ষ লিগের নতুন মৌসুম শুরু করেছে। দ্বিতীয় ম্যাচেও তারা আল তাইয়ুনের কাছে হেরেছে। শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে জয় পায় আল-নাসর। আর হ্যাটট্রিকের দিনে দলকে জেতাতে দারুণ খুশি রোনালদো। সিআর সেভেন সোশ্যাল মিডিয়ায় গোল উদযাপনের কয়েকটি ছবি পোস্ট করেছেন ক্যাপশন সহ, ‘আরেকটি অবিশ্বাস্য দলীয় প্রচেষ্টা। এগিয়ে চলো আল নাসের।’ এর আগে সৌদি প্রো লিগ ও নিজেদের দলের উন্নয়ন নিয়ে কথা বলেছেন সিআর সেভেন। তার মতে, “আমরা এখন ক্রমাগত উন্নতি করছি। দলের সব খেলোয়াড়ের অসাধারণ প্রচেষ্টার কারণে আমরা একটি দুর্দান্ত ম্যাচ জিতেছি।’ সিআর সেভেন আরও বলেন, ‘সৌদি আরবে এসে আমার আনন্দের সীমা নেই। আমি বিশ্বাস করি সৌদি আরব লীগ বিশ্বে নিজের জন্য একটি বিশেষ জায়গা করে নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *