ডেস্ক রিপোর্ট ঃ
বর্তমানে (জুন ২০২২) দেশে গ্যাসের মজুদের পরিমাণ ৯.০৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ), সঞ্চিত গ্যাস দিয়ে বাংলাদেশের প্রায় ১১ বছরের চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নসরুল হামিদ বলেন, গত বছরের ১ জুলাই থেকে সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে মোট পুনরুদ্ধারযোগ্য ও সম্ভাব্য মজুদ ২৮ দশমিক ৫৯ টিসিএফ। ৩০ জুন, ২০২২ পর্যন্ত দেশে সঞ্চিত গ্যাস উৎপাদন প্রায় ১৯.৫৩ টিসিএফ। এই হিসাবে, ১ জুলাই, ২০২২ পর্যন্ত অবশিষ্ট পুনরুদ্ধারযোগ্য রিজার্ভের পরিমাণ হল ৯.০৬ টিসিএফ। অভ্যন্তরীণ গ্যাসক্ষেত্রগুলি দৈনিক গড়ে প্রায় ২.২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে। এর ফলে অবশিষ্ট সঞ্চিত গ্যাস দিয়ে প্রায় ১১ বছরের বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে।