রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ!

রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সিংহ!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের করাচিতে একটি ব্যস্ত রাস্তায় একটি সিংহকে হাঁটতে দেখা গেছে। এ দৃশ্য দেখে মানুষ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে।

পাকিস্তানের করাচি শহরের এক রাস্তায় সিংহের হাঁটাহাঁটির দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।

ভিডিওতে সিংহটিকে ব্যস্ত রাস্তায় হাঁটতে দেখা যায়। করাচির এই রাস্তার নাম খবরে বলা হয় শরিয়া ফয়সাল।

জিও নিউজ জানায়, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা জনগণকে সিংহ থেকে তাদের দূরত্ব বজায় রাখতে বলেছেন। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে নিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশের বিবৃতি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিংহটি পরিবহনের সময় ট্রাফিক সিগনালে ব্যক্তিগত গাড়ি দাঁড়ায়। সে সময় ব্যস্ত বন্দর শহরের প্রধান সড়কে পালিয়ে যায় সিংহটি। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

বন্যপ্রাণী পরিদর্শক মুখতিয়ার সুমরো রয়টার্সকে সিংহটি উদ্ধার করার পরে বলেন, আল্লাহর রহমতে এটি নিরাপদে আমাদের সাথে রয়েছে এবং এখন সবাই বিপদমুক্ত।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেছেন যে তারা পরিবহনের সময় সিংহটি যে গাড়ি থেকে পালিয়েছিল তার চালককে তারা গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, তারা বন্যপ্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *