রাসেল ঝড়ে শেষ বলে জিতলো কোলকাতা

রাসেল ঝড়ে শেষ বলে জিতলো কোলকাতা

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৩ম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে।
গতরাতে কোলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ানের হাফ-সেঞ্চুরির সাথে অন্যান্য ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব।
৯টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৭ রান করেন ধাওয়ান। আইপিএলের তৃতীয় ব্যাটার হিসেবে ৫০টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার নজির গড়েছেন তিনি। এছাড়া শাহরুখ খান ৮ বলে অপরাজিত ২১, জিতেশ শর্মা ১৮ বলে ২১, ঋষি ধাওয়ান ১১ বলে ১৯ ও হারপ্রিত ব্রার ৯ বলে অপরাজিত ১৭ রান করেন। কোলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী ৩ উইকেট নেন।
১৮০ রানের জবাবে অধিনায়ক নিতিশ রানার হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিলো কোলকাতা। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫১ রানে আউট হন রানা। তার বিদায়ের সময় জয়ের জন্য ২৮ বলে ৫৬ রান দরকার ছিলো কোলকাতার।
পঞ্চম উইকেটে ২৬ বলে ৫৪ রান তুলে কোলকাতাকে জয়ের কাছে নিয়ে যান রাসেল ও রিঙ্কু সিং। জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন রাসেল। শেষ বলে ২ রানের প্রয়োজনে চার মেরে কোলকাতার জয় নিশ্চিত করেন রিঙ্কু। ৩টি করে চার-ছক্কায় ২৩ বলে ৪২ রান করেন রাসেল। ১০ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান নিয়ে মাঠ ছাড়েন রিঙ্কু। ম্যাচ সেরা হন রাসেল।
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে সপ্তম স্থানে আছে পাঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *