নিজস্ব প্রতিনিধি:
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কেন্দ্রীয় শহর উমানে চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছে। উমানের আবাসিক এলাকায় প্রায় ৮০ হাজার মানুষ বাস করে। উমান শহরের আবাসিক ভবনে হামলার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্রেন দিয়ে চলছে উদ্ধারকাজ। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই বছরের মেয়ে নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খেরসনের দক্ষিণাঞ্চলের বিলোঝাড়কা গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত হয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, শুক্রবারের হামলা রিজার্ভ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয়েছে। রাশিয়ান বাহিনী আজ এমন অস্ত্র ব্যবহার করেছে যা নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
ভয়াবহ হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘উমানে অন্তত ১০টি আবাসিক ভবনে হামলা হয়েছে। এই হামলা রাশিয়ার বিরুদ্ধে আরও আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।’ এক টুইট বার্তায় তিনি বলেন, রাশিয়াকে রুখতে বৈশ্বিক নিষেধাজ্ঞা বাড়াতে হবে।