বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর ভিতর থেকে ৩ লাখ টাকা মূল্যের হেভি কপার ক্যাবল ও ১টি তার কাটার যন্ত্র উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর রামপাল বিদ্যুৎ ক্যাম্পের সদস্যরা। গতকাল ভোরে অভিযান চলাকালে আনসার ব্যাটালিয়ানের সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল ভোরে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রর ভিতর থেকে বিপুল পরিমান কপার ক্যাবল পাচার করা হবে এমন গোপন সংবাদ আসে আনসার ব্যাটালিয়ানের কাছে। এমন খবরের ভিত্তিতে আনসার সদস্যরা বিদ্যুৎ কেন্দ্রের বি- ৯ এবং জেটি গেইট এলাকার মধ্যবর্তী স্থানের দিকে আসতে থাকলে ২৪০ ফিট লম্বা ও ২০০ কেজির অধিক হেভি কপার ক্যাবল ও ১টি তার কাটার যন্ত্র ফেলে পালিয়ে যায়। পরে আনসার সদস্যরা উদ্ধারকৃত তিন লাখ টাকার কপার ক্যাবল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। গত মে মাস থেকে আনসার ব্যাটালিয়ন সদস্যরা ৫৫টি অভিযান চালিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া ৬০ লাখ ৮২ হাজার টাকার চোরাই মালামাল ও ৪১ জন চোরাকারবারীকে আটক করেছে বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক।