নিজস্ব প্রতিনিধি:
রানা প্লাজা ধস ও হতাহতের মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে চেম্বার জজের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৮ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পী গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিন চেম্বারে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল থাকায় রানা প্লাজার মালিক সোহেল রানার মুক্তি সম্ভব নয়।
এর আগে গত ৬ এপ্রিল রানা প্লাজা ধস ও হতাহতের মামলায় সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এরপর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় ভবন মালিক সোহেল রানার হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।
আজ (৮ মে) পর্যন্ত রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।
গত ৯ এপ্রিল সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে সাভারের রানা প্লাজা ধসে পড়ে। ভবনের নিচে চাপা পড়ে সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। ওই ঘটনায় এক হাজার ১৩৬টি লাশ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গুত্ববরণ করেন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।