শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
অংশগ্রহণমূলক তথা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য বর্তমানে দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির উদ্যোগে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সংগঠনটির জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ আবু খালেদ পাঠানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সহ-সভাপতি অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী ও ফিরোজউদ্দীন ভূঞা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশ্রাফউদ্দীন দুলাল, সাংবাদিক ও লেখক মাজহার মান্না, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, কোধাষ্যক্ষ পলাশ কান্তি পাল, প্রচার সম্পাদক শামছুল আলম শাহীন,কার্যকরী সদস্য অ্যাডভোকেট হামিদা বেগম, জাহাঙ্গীর শাহ বাদশাহ প্রমুখ।
বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংলাপের মাধ্যমে সমঝোতা না হয়, তবে সামনের দিনগুলোতে জাতিগতভাবে আমরা চরম সাংঘর্ষিক পরিস্থিতিতে পড়বো। এ অবস্থায় চলমান সংকট নিরসনে অবিলম্বে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা সকলের।