নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, ‘রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত’। রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত থাকায় সব দলই সভা-সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে বিশ্বাস করে না। শনিবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সব সময় বিশ্বাস করে তার প্রধান শক্তি জনগণ। জনগণের ভোটে আবারো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। সেই সাথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ৮৩ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড দমন বা নিয়ন্ত্রণ করছে তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। আইন প্রয়োগকারী সংস্থা এবং কমিউনিটি পুলিশ সদস্যদের সাথে একত্রে আমরা সফলভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবেলা করেছি। সরকার পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে। দেশের থানাগুলোকে ধীরে ধীরে আধুনিক করা হচ্ছে। পুলিশের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা সংযুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এ সময় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ড. নাসির উদ্দিন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার জননিরাপত্তা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর মোহাম্মদ নুরুল আনোয়ার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম খান প্রমুখ। ইসলাম মিলন। .
বিকেলে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ই-গেট (ইলেক্ট্রনিক গেট) সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এ ছাড়া বেনাপোল বল্ডফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন।
