রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, গোয়েন্দাসহ র‌্যাবের ২২টি এলিট ফোর্স টিম ঘটনাস্থলে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন, গোয়েন্দাসহ র‌্যাবের ২২টি এলিট ফোর্স ঘটনাস্থলে

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দাসহ র‌্যাবের ২২টি এলিট ফোর্স টিম ঘটনাস্থলে রয়েছে।মঙ্গলবার (৪ এপ্রিল) র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাবের ঢাকা ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জের ১৮টি টহল দল এবং সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণ, ফায়ার সার্ভিসকে সহায়তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর জন্য উপর থেকে পানি ফেলছে। সকাল ৯টা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারগুলোকে পানি ছিটাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *