নিজস্ব প্রতিনিধি:
বন্ধ রয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার। এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে জানান, রক্ষণাবেক্ষণের কাজে বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে সার্ভার ডাউন রয়েছে।
এতে জাতীয় পরিচয়পত্র সেবা প্রত্যাশী ও ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তারাও বিপাকে পড়েছেন। পরিচয়পত্রের আবেদন ও সংশোধনসহ বিভিন্ন কাজে সংশ্লিষ্ট দপ্তর থেকে ফিরে গেছেন অনেকেই।
কমিশনের কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার রাত থেকে সার্ভার বন্ধ রাখা হয়েছে, ‘শিগগিরই’ তা আবার চালু করা হবে।
বুধবার বিকেল ৫টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এনআইডি সার্ভার বন্ধ থাকায় সংশ্লিষ্ট সেবা প্রদান বন্ধ রয়েছে অনেক ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানেও। ১৭১টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই সার্ভার থেকে তথ্য নিয়ে কাজ করে। সবগুলো সেবাই বিঘ্নিত হচ্ছে আজ।
‘সাইবার হামলার ঝুঁকি এড়াতে’ এনআইডি তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে কোনো কোনো সংবাদমাধ্যমে খবর এলেও তা অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।
তিনি বলেন, “এনআইডি সেবা সাময়িক বন্ধ রয়েছে মেনটেইনেন্সের কারণে। সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে এমন নয়। ঘণ্টাখানেকের মধ্যে আবার সেবা চালু হবে বলে আমরা আশা করছি।”
সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
এনআইডি সার্ভারে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ডাটাবেসের কোনো ডিজাস্টার রিকভারি সাইট (ডিআরএস) বা সঠিক ব্যাকআপ (বিকল্প স্টোরেজ সিস্টেম) নেই। ডিআরএসের অভাবে এই জাতীয় তথ্যভাণ্ডার মহা বিপদে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্প্রতি ইসির তথ্যপ্রযুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে বিষয়টি উঠে আসে।