নিজস্ব প্রতিনিধি:
আরেক রহস্যময় শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা গত আইপিএলে নিজেকে পরিচিত করেছেন। বোলিং স্টাইল অনেকটা লাসিথ মালিঙ্গার সাথে। আবার, চেহারা খুব শিশুসুলভ। এ কারণে তার নাম হয়ে যায় ‘বেবি মালিঙ্গা’। এবারের এশিয়া কাপেও জ্বলে উঠেছেন এই লঙ্কান পেসার।
আগামী বিপিএলের জন্য সেই মাথিসা পাথিরানার সঙ্গে চুক্তি করেছে রংপুর রাইডার্স। বলা যায়, আবারও চমক দেখালেন তারা। সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজমের পর এবার দলে যুক্ত হয়েছেন লঙ্কান সম্ভাবনাময়ী এই তরুণ। দলে পাথিরানার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাইডার্স কর্তৃপক্ষ।
বুধবার ফ্র্যাঞ্চাইজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পাথিরানার একটি ছবি আপলোড করেছে। ক্যাপশনে লেখা, ‘বেবি মালিঙ্গা: মাথিসা পাথিরানা একজন রাইডার’
পাথিরানার আগে, আরেক লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গাও ২০১৭ মৌসুমের চ্যাম্পিয়নদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ২০ বছর বয়সী পাথিরানা ইতিমধ্যেই তার বহুমুখী অ্যাকশন এবং ইয়র্কারের জন্য খ্যাতি অর্জন করেছেন। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছেন চেন্নাই সুপার কিংসে, হয়েছেন চ্যাম্পিয়নও।
চলতি এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে দারুণ বোলিং করছেন চার ম্যাচে ৮ উইকেট। এবার বিপিএলে তাকে দেখা যাবে আগুন ঝরাতে।