যুব উন্নয়নের মাধ্যমেই অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ-স্পিকার

জাতীয়

ডেস্ক রিপোর্ট ঃ

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, তরুণরাই দেশ ও সমাজের প্রাণশক্তি ও ভবিষ্যৎ নেতৃত্ব। যুব উন্নয়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। প্রাইম ব্যাংক ফাউন্ডেশন বৃত্তি প্রদানের মহৎ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করছে, যা প্রশংসনীয়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছে। এই সময়ে, শিক্ষায় বিনিয়োগ খুবই সুবিধাজনক। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ব্যাপারে সরকার খুবই আন্তরিক।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মকে কাজে লাগানোর আহ্বান জানান। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বর্তমানে নারী শিক্ষায় রেকর্ড অগ্রগতি হচ্ছে। চিকিৎসা ও শিক্ষায় নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মায়েদের মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছে উপবৃত্তির টাকা। আজ সারা বিশ্বে এদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি প্রশংসনীয়। বিশ্বমানের শিক্ষা প্রদানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *