ডেস্ক রিপোর্ট:
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি বাবুল লস্কর’কে ১৪ বছর পর ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
১৭ সেপ্টেম্বর রবিবার বিকালে র্যাব-১০ ও র্যাব-৬ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহের এনটিসি নং- ৩৬/০৯, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৭ ধারা। উক্ত অপহরণ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক আসামি মোঃ বাবুল লস্কর (৪২), পিতা- আঃ ছাত্তার লস্কর, সাং- বদনপুর, থানা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।