মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবার কঠোর অবস্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রামের কর্মকর্তা। গত তিন দিন ধরে এক টানা অভিযান চালাচ্ছেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেরা। বৃহস্পতিবারও পাঁচ সদস্যদের ৫টি টিম নগরীর বিভিন্ন বাস টার্মিনাল ও বাস স্টেশনের অভিযান চালান। আজ শুক্রবারও এ অভিযান অব্যাহত থাকবে বলে বিআরটিএর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
বুধবার রাতে ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করায় ৪ বাস কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এই জরিমানা আদায় করেন।
বিআরটিএ’র কর্মকর্তারা জানান, নগরী এলাকা থেকে দূরের পথে যাত্রা করা বাসগুলো যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য পাঁচটি মাঠে রাখা হয়েছে। ৫টি টিম বাস টার্মিনাল ও বাস কাউন্টার এলাকাগুলোতে উপস্থিত থাকবে। তাদের তথ্য অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালত-১১) ।
চট্টগ্রাম বিআরটিএ’র ডিডি তৌহিদুল হোসেন জানান, ঘরে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া আদায় করতে হবে।