তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানার অভিযানে বিল্লাল (৪৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই আবুল কালাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিল্লালকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বিল্লাল মৌলভীবাজার সদর মডেল থানার একটি মামলায় (জিআর ২৫০/২০)মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় অপরাধে বিজ্ঞ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামি বিল্লাল মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আনিস মিয়ার ছেলে।
