মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন

মোংলায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১০০ জন

জেলা

মোংলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাগেরহাটের মোংলায় আরও ১০০ জন ভূমিহীন-গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে যাচ্ছেন। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘরের উদ্বোধন করবেন।

এ উপলক্ষে আজ বেলা ১১টায় উপজেলা প্রশাসনের কক্ষে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ঘর হস্তান্তের জন্য সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ।

তিনি এসময় জানান, ‘চতুর্থ পর্যায়ের তৃতীয় ধাপে ৯ আগষ্ট (বুধবার) উপজেলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী গ্রামে ১০০ জন ভূমিহীন-গৃহহীনের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে। এ ছাড়া এ উপজেলায় এর আগে ৫৯৫ ভূমিহীন-গৃহহীনের মাঝে দুই কক্ষ বিশিষ্ট রঙিন টিনের সেমিপাকা আশ্রয়ণের ঘর দেওয়া হয়েছে।’

এদিকে মোংলায় আরও যারা ভূমিহীন-গৃহহীন রয়েছে, তাদের তালিকা করে পর্যায়ক্রমে তাদেরও ঘর দেওয়া হবে বলে জানান ইউএনও দীপংকর দাশ।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *