নিজস্ব প্রতিনিধি:
বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর আবারও মেসির জাদুকরী মুগ্ধতা দেখল বিশ্ব। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শততম গোলের মাইলফলক ছুঁলেন মেসি। এছাড়া দুর্দান্ত হ্যাটট্রিকে প্রতিপক্ষ কিরাসাওকে গোলে প্লাবিত করে লিওনেল স্কালোনির দল।
লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ দেশ কুরাকাওর সাথে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে। বাংলাদেশ সময় বুধবার সকালে সান্তিয়াগো দেল এস্তেরোতে বিরতির আগে পাঁচ গোল করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।
৯৯ গোল নিয়ে মাঠে নামেন ৩৫ বছর বয়সী মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডের গোল সেঞ্চুরি করতে ১৭৪ ম্যাচ লেগেছে।
কুরাকাও গোলরক্ষক এলয় রুম ৯টি সেভ করেন। তা না হলে আর্জেন্টিনার জয়ের ব্যবধান আরও বেড়ে যেত। ম্যাচের ২০ থেকে ৩৭ মিনিটের মধ্যে ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন মেসি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই বিশাল জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।
ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ১০০টি আন্তর্জাতিক গোলের রেকর্ড গড়েন এই পিএসজি তারকা। জাতীয় দলের হয়ে মেসি ১৭৪ ম্যাচে ১০২ গোল করেছেন। এই রেকর্ড এর আগে আলি দাইয়া ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে ছিল। ইরানের সাবেক স্ট্রাইকার দাইয়ির আছে ১৪৮ ম্যাচে ১০৯ গোল। ২০০৪ সালের নভেম্বরে তিনি তার শততম গোল করেন। পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো ১৯৮ ম্যাচে ১২২ গোল করে শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি ২০২০ সালে গোলের সেঞ্চুরি স্পর্শ করেন ।