নিজস্ব প্রতিনিধি:
এ যেন এক জাদু। ফুটবল জাদুকরের জাদু। জাদুকরের জাদুর ছোঁয়ায় যেমন পাল্টে যায় রূপ, পাল্টে যায় আশেপাশের পরিবেশ তেমনি যেন পাল্টে গেলো মায়ামির বেশভূষা। যা সম্ভব হয়েছে একমাত্র মেসি নামক জাদুকরের ছোঁয়ায়। টানা ১১ ম্যাচে হারের পর আর্জেন্টাইন অধিনায়কের ছোঁয়ায় বদলে গেছে ইন্টার মিয়ামি। স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বসিত কন্ঠে শোনা যাচ্ছিলো শুধু মেসি আর ইন্টার মায়ামির জয়জয়কার। যার সম্পূর্ন ক্রেডিট মেসিই।
গত শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক ম্যাচের ৯৪তম মিনিটে গোল করেন মেসি। যেন জাদু দেখিয়ে গেলেন লিওনেল মেসি। বাঁ পায়ের জাদুকরী ছোঁয়ায় ভুবন ভোলানো ফুটবলে গোল করলেন তিনি। ড্র হতে হতেও ম্যাচটি ড্র হলো না শুধু মেসির ৯৪ মিনিটে করা গোলের কারনে এবং এই গোলাই টানা ১১ ম্যাচ পরে জয় এনে দিলো মায়ামিকে।
আমেরিকান মেজর লীগে দলটি সরাসরি দুটি জিতেছে। মেসির দুই গোলে মিয়ামি তাদের শেষ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল জেরার্দো মার্টিনোর শিষ্যরা। শুরুতেই প্রায় পিছিয়ে গিয়েছিলেন মেসিরা। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে সেই গোলটি বাতিল হয়ে যায়। মেসি ছাড়াও ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট টেইলর।
দলের জয় প্রায় নিশ্চিত হওয়ায় ৭৭তম মিনিটে মেসিকে মাঠে নামানো হয়। এদিকে, মিয়ামি তার টানা দ্বিতীয় জয়ের মাধ্যমে নকআউট রাউন্ড-১৬-এ এগিয়ে গেছে। তবে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারণ করা হয়নি। আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে নকআউট পর্ব।