ডেস্ক রিপোর্ট ঃ
আগামী জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফফে)। অবশেষে বাফুফের চিঠির ইতিবাচক সাড়া দিয়েছে আর্জেন্টিনা।
বাফুফের বিভিন্ন কর্মকর্তা সূত্রে জানা গেছে, বাংলাদেশে এসে খেলার বিষয়ে সম্মতি জানিয়েছে আর্জেন্টিনা। এখনো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে মেসির আর্জেন্টিনা যে জুনে ঢাকায় আসবে তা নিশ্চিত করতে পারছেন না বাফুফে। কারণ অনেক বিষয় এখনো আলোচনা সাপেক্ষ।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়েছে। এখন শুধু শর্তাবলী আলোচনা করা হচ্ছে। তারা আমাদের জানিয়েছে যে তারা জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। তারা জুনে আসবে যদি শর্ত ও শর্তাবলী কোন সমস্যা না হয়।
আগামী জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পূর্ণভাবে নির্মাণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। মেসির আর্জেন্টিনা ঢাকায় আসলেই হবে বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রথম বাংলাদেশ সফর।
২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ খেলেছিল। সেই প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেসির দল।