নিজস্ব প্রতিনিধি:
দেশের মাটি হোক বিদেশি অনুষ্ঠান। যেকোনো গ্ল্যামারাস অনুষ্ঠানে হলিউড-বলিউড মাতানো প্রিয়াঙ্কা চোপড়ার জমকালো উপস্থিতি সবার নজর কাড়ে। প্রতি বছরের মতো, পিগি চপস ‘মেট গালা ২০২৩’-এর রেড কার্পেটে দ্যূতি ছড়িয়েছেন। কিন্তু এবার তার নেকলেস সব কিছুর মধ্যেও জ্বলে উঠল।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড তারকা প্রিয়াঙ্কা অনুষ্ঠানে ১১.৬ ক্যারেটের হীরার নেকলেস পরেছিলেন। বিশেষ এই গয়নাটি আনা হয়েছে ইতালির বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’ থেকে। দাম শুনলেই চোখ কপালে উঠতে বাধ্য।
রিপোর্টে আরও বলা হয়েছে, ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে, প্রিয়াঙ্কার নেকলেসটি নীল-হীরের তৈরি। এবং এটি বেশ বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সবকিছু মিলিয়ে হারটি প্রায় $২৫ মিলিয়ন অনুমান করা হয়। ভারতীয় মুদ্রায় ২০৪.৫ কোটি টাকা।
জেনেভা লাক্সারি উইকে নেকলেসটি নিলামে তোলা হবে বলে জানা গেছে। ১২ মে এই নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে এই মূল্যবান রত্নটির সম্ভার সারা বিশ্বের সামনে এলো।