ডেস্ক রিপোর্ট ঃ
আগারগাঁও মেট্রোরেল স্টেশনে নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএলের ব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, ওই নারীর নাম সোনিয়া রানী। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে মেট্রোতে উত্তরা ছেড়েছিলেন তিনি। ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসব বেদনা হয়। স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ তাকে দ্রুত স্টেশনের প্রাথমিক চিকিৎসা কক্ষে নিয়ে যায়। পরে নারী চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয়।
মাহফুজুর জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।