ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ৯ টার দিকে বাড়ৈগাও উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন প্যারট, উপজেলা শিক্ষা অফিসার মোঃআব্দুল মতিন,সহকারী শিক্ষা কর্মকর্তা সিতারা সুলতানা, শ্রীনগর শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃফজলুর রহমান,আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী জি এম, সাজেদ মামুন,ক্রীড়া পরিচালনা করেন মোঃদ্বীন ইসলাম,সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন জসিম দেওয়ান প্রমুখ।