মুক্তি পেলেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন

মুক্তি পেলেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি:
হেফাজত ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন বিন ইজহার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের পর সোমবার (২২ মে) রাতে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হারুনের বিরুদ্ধে হাটহাজারী ও পটিয়া থানায় দায়ের করা ১১টি মামলাসহ ২৮টি মামলায় তিনি কারাগারে ছিলেন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলায় দায়ের করা প্রতিটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তাই আজ রাত ৯টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান।’

হারুন এখন জামিনে থাকলেও তার আগের ভূমিকার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তিনি।

হেফাজত ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে ২৯ এপ্রিল, ২০২১ রাতে চট্টগ্রাম শহরের লালখান বাজারের জমিয়াতুল উলূম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের মার্চে মোদির সফরের সময় হাটহাজারিতে হেফাজতের ‘তাণ্ডব’এর ঘটনায় পুলিশ ১১টি মামলা দায়ের করে।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং হাটহাজারী সহিংসতার ঘটনায় দায়ের করা ৩টি মামলায় গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *