সুজন আহম্মেদ,চাঁদপুর প্রতিনিধি:
মির্জা ফখরুলদের কাছে যে কোন কিছুই ফাঁদ মনে হয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি। আজ বিকেলে চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কোড়ালিয়া ছাত্র ও যুব সমাজের আয়োজনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পূর্বের নির্বাচন গুলো অবাধ্য সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে এবারও সুন্দরভাবে সম্পন্ন হবে।
তিনি আরো বলেন, বিএনপির সুষ্ঠু ও স্বাভাবিকভাবে রাজনৈতিক ধারায় নেই। তারা সবার জন্য সারাক্ষণ ফাঁদ পাততে পাততে এখন যে কোনো জায়গায় যা কিছু দেখেন সকল উদ্যোগকে ফাঁদেই মনে হয়। তাদের চিন্তাটাই একটি বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের সদিচ্ছা সময়মত একটি নির্বাচন করা। সেটাকেও তারা তাদের বিকৃত মস্তিষ্ক দিয়ে ফাঁদ হিসেবে দেখছে। তারা যত দ্রুত সুস্থ ধারায় ফিরে আসতে পারে তাদের জন্য মঙ্গল দেশের জন্যও মঙ্গল।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, এডভোকেট হেলাল সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দুস্ত ও অসহায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
