মাহফুজকে নতুনভাবে পর্দায় দেখে মুগ্ধ শাবনূর!

মাহফুজকে নতুনভাবে পর্দায় দেখে মুগ্ধ শাবনূর!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
ঢালিউড ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নায়িকাদের তালিকার অন্যতম নাম শাবনূর। যিনি এখন স্থায়ী আবাস গড়েছেন দূর অস্ট্রেলিয়ায়। তবে যত দূরেই থাকুন না কেন, শাবনূর কিন্তু বরাবরই স্পর্শে আছেন ঢালিউডের। ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘প্রহেলিকা’য় অভিনয় করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। সেই সিনেমাটিই দেেেখছেন শাবনূর। পুরনো নায়ককে নতুনভাবে পর্দায় দেখে ভীষণ মুগ্ধ তিনি। সেই সিনেমাটি দেখার পর অভিনেতা মাহফুজকে অভিনন্দন জানিয়েছেন শাবনূর। মাহফুজকে শাবনূর বলেন, তোমার গেটআপ আর চরিত্র অসাধারণ। সবাই বেশ ভালো করেছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রহেলিকা’। দেশে সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় চলছে সিনেমাটি। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি। তিনি ভালো নির্মাণ করেন। সিনেমাটা দারুণ বানিয়েছেন তিনি। আর আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে। তার গেটাপ, অভিনয় সব দারুণ। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন।’

মাহফুজ-শাবনূর বড় পর্দায় ‘বাংলা’, ‘কাপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এ অভিনেত্রী মাহফুজের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশের সময় তাকে ফেরার অনুরোধ করেন ‘প্রহেলিকা’র নায়ক।

জবাবে শাবনূর বলেন, ‘কামব্যাক শব্দটা আমার ভালো লাগে না। আমাদের ব্যাক করার কি আছে। ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।’

তবে শাবনূর শুধু নায়কের প্রশংসাই করেননি। ‘প্রহেলিকা’র প্রযোজক চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন তিনি। মাহফুজ-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *