মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসীদের পাসর্পোট বিতরন

মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসীদের পাসপোর্ট বিতরন

আন্তর্জাতিক

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রবাসীদের দুই হাজারেরও অধিক পাসপোর্ট বিতরণ করেছে। হাইকমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যারা পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন এমন ২০৪১ জনকে ৯ ও ১০ সেপ্টেম্বর পাসপোর্ট দেওয়া হয়েছে।

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থান, কুয়ালালামপুরের সিটি ব্যংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা।

কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিশেষ ব্যবস্তাপনা ছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার পাসপোর্ট বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় চলমান বৈধকরণ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার লক্ষ্যে পোস্ট অফিসের পাশাপাশি কুয়ালালামপুরের সিটি ব্যংক লি. (সিবিএল) মানি ট্রান্সফার হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। সরাসরি পাসপোর্ট সেবা পেতে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে অনলাইনে আবেদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *