নিজস্ব প্রতিনিধি:
ভারতের বিভিন্ন সিনেমা যখন কোরিয়ান সিনেমার নকল বলে অভিযোগ উঠছে, তখন ভিন্ন গল্প লিখছে দৃশ্যম। মালায়ালাম ও হিন্দির পর এবার কোরিয়ান ভাষায়ও তৈরি হতে যাচ্ছে এই ব্যবসাসফল সিনেমাটি। তারপর এটি হবে ভারতীয় সিনেমার প্রথম কোরিয়ান রিমেক।
ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিও এবং দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিও কিছু নতুন সিনেমা তৈরির জন্য একসঙ্গে কাজ শুরু করেছে।
সেই পার্টনারশিপেই প্রথম হাত দেওয়া হচ্ছে ‘দৃশ্যম’ ছবির কাজে। আর সিনেমাটির কোরিয়ান রিমেকের ঘোষণা এসেছে রোববার কান চলচ্চিত্র উৎসব থেকে। কোরিয়ান ভাষায় নির্মিত সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি-উন।
অস্কারপ্রাপ্ত সিনেমা ‘প্যারাসাইট’-এর অভিনেতা সং-কাং-হো প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।