নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ ছবিটি দেখে ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের প্রশংসা করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।
প্রযোজক হিমেল আশরাফ তার ফেসবুক পেজে তার আইডিতে লিখেন, ‘গতকাল (রবিবার) হঠাৎ করেই ম্যাসেজ আসল, আমি তোমাদের ফিল্মটা দেখেছি। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিল। আর লিখল, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারণে ওকে আমি রাজকুমারের জন্য সিলেক্ট করেছিলাম, সেইটা আবার প্রমাণ পেলাম। সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।’
এদিকে, হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এ অভিনয় করেছেন কোর্টনি কফি। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন দুই প্রবাসী বাংলাদেশি জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। তিনি বেশ কিছু শর্ট ফিল্ম ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন। তিনি নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লেহাউস স্কুল অফ থিয়েটার থেকে স্নাতক সম্পন্ন করেন।