নওগাঁ প্রতিনিধি:
জাতীয় শোক দিবস উপলক্ষে তিন কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।
তারই ধারাবাহিকতায় গতকাল নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ ব্যাংক কশব শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে গ্রামীণ ব্যাংক চত্বরে সদস্যদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় মান্দা এরিয়ার আওতাধীন কশব মান্দা শাখার, গ্রামীন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোঃ জরিফ উদ্দিনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা এরিয়ার, এরিয়া ম্যানেজার নয়ন কুমার ঘোষ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল বারী ও মোঃ মামুনুর রশীদসহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।