এস.এম. নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাব।
আজ দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম.নুরুজ্জামান। এসময় মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তজুমুদ্দিন সরকার, অর্থ সম্পাদক বাবুল আহমেদ, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান সেন্টু, কার্যকরী সদস্য মুরাদ খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এবং কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।