মানসিক অসুস্থতার গুজবে রাগান্বিত শ্রুতি

বিনোদন

 

ডেস্ক রিপোর্ট ঃ

বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের সময়টা ভালো যাচ্ছে না। মাঝে মাঝে গুজবের শিকার হন তিনি, এবারও হয়েছে। তেলেগু ছবি ‘ওয়াল্টেয়ার ভিরিয়া’-এর একটি অনুষ্ঠানে শ্রুতির অনুপস্থিতি বিতর্কের জন্ম দেয়। শ্রুতির কিছুটা জ্বর থাকলেও কিছু মানসিক সমস্যার কারণে শ্রুতি অনুষ্ঠানে উপস্থিত হননি বলে মন্তব্য করেছেন অনেকে। এই বক্তব্যে আটকে গেলেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে তার ক্ষোভ প্রকাশ করে শ্রুতি লিখেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে ভুল খবর ছড়ানো নতুন কিছু নয়। তবে আমি সবসময় মানসিক স্বাস্থ্যের উপর চাপ দিই। এটি কখনই ব্যতিক্রম হবে না। তবে যারা এই বিষয়ে মিথ্যা বলছেন তাদের জানিয়ে রাখি, আমার জ্বর ছিল।

শ্রুতি আপাতত নিজের জগতে। তার প্রেমিক শান্তনু হাজারিকার সাথে দেখা করার পর তার জীবন বদলে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে কালাম হাসানের মেয়ে বলেন, শান্তনু শুধু প্রেমিক নয়, তার সবচেয়ে ভালো বন্ধু। দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয়েছে।

শ্রুতির কথায়, ভালো মানুষের সংস্পর্শে এসে ইতিবাচক পরিবর্তনের কথা শুনেছি। এখন নিজের জীবন দিয়েই বুঝেছি। শান্তনুকে ধন্যবাদ দিয়ে আমি শান্ত এবং সদয় হয়েছি।

উল্লেখ্য, ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ ১৩ জানুয়ারি প্রিমিয়ার হয়েছিল। এটি প্রযোজনা করছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পরিচালক কে এস রবীন্দ্র। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী এবং রবি তেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *