হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আহ্সান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আহ্সান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ। পরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন যুব সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। তাছাড়া শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসমুহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
