মাঠে সাকিবকে কুর্নিশ, অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ভক্ত

খেলাধুলা

ডেস্ক রিপোর্ট ঃ

রাজধানীর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্ট্যান্ড থেকে লোহার গ্রিল পার করে মাঠে প্রবেশকারী ভক্ত আরাফাত এবং অধিনায়ক সাকিব আল হাসানকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন।

মিরপুর মডেল থানার সাধারণ রেকর্ডিং শাখার (নন জিআরও) উপ-পরিদর্শক রাফাত আরা সুলতানা জানান, মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনির হোসেন খান আসামির খালাসের সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছেন। আজ (মঙ্গলবার) মামলার দিন ধার্য ছিল। আদালত পুলিশের প্রতিবেদন গ্রহণ করে তাকে মুক্তির আদেশ দেন। এদিন আরাফাত আদালতে হাজির হন। তার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী খাদেমুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, ২৩ ডিসেম্বর মাঠে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। কিন্তু ম্যাচের ৬৮ ওভারের আগেই এই ঘটনা ঘটে। সে জন্য বলের উপর সেট আপ করছিলেন মিরাজ আর ক্রিজে ছিলেন ঋষভ পান্ত।

তখন ফরোয়ার্ডে সাকিব আল হাসান খেলছিলেন। মিরপুরের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে প্রবেশ করেন ওই যুবক। সাকিবের কাছে ছুটে যান ওই যুবক। কিন্তু টাইগারদের অধিনায়ক প্রতিক্রিয়া জানাতে পারার আগেই নিরাপত্তাকর্মীরা ওই যুবককে মাঠের বাইরে নিয়ে যান। এ সময় খেলা কিছুক্ষণের জন্য থেমে যায়। এ ঘটনায় আরাফাতকে আটক করেছে পুলিশ। পরদিন আদালত তাকে জামিন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *