মাগুরা কাশিনাথপুর উত্তরপাড়া নবগঙ্গা নদীর উপর ৩০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রীজ এর শুভ উদ্বোধন

মাগুরা কাশিনাথপুর উত্তরপাড়া নবগঙ্গা নদীর উপর ৩০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রীজ এর শুভ উদ্বোধন

জেলা

মারুফ রায়হান,মাগুরা জেলা প্রতিনিধিঃ
আজ ১৩ ফেব্রুয়ারী সোমবার ২০২৩খ্রিঃ মাগুরা পৌরসভার ০১ নং ওয়ার্ড এর আয়োজনে মোঃ আসিফ আল আহাদ কাউন্সিলর ০১ নং ওয়ার্ড মাগুরা পৌরসভা এর সভাপতিত্বে কাশিনাথপুর উত্তর পাড়া নবগঙ্গা নদীর উপর ৩০ মিটার দৈর্ঘের আরসিসি গার্ডার ব্রীজ এর শুভ উদ্বোধন আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা -১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশিদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভা,এ্যাডঃ শাখারুল ইসলাম শাকিল, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ মাগুরা, শেখ রেজাউল ইসলাম, ভাইচ চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা, কৃষক লীগের সাধারন সম্পাদক টিপু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, উপস্থিতি ছিলেন হাজরাপুর ও কাশিনাথপুর ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের উন্নতির জন্য যে অবকাঠামোগত উন্নয়নের কার্যধারা চালু রেখেছেন তা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এই আওয়ামীলীগের পাশে থাকতে হবে এবং সামনে জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামীলীগকে জয়যুক্ত করতে হবে। আমরা সকলে যদি জননেত্রী শেখ হাসিনার পাশে থাকি এই উন্নতির ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি মডেল দেশ হিসেবে উপস্থাপিত হবে। তিনি তার বক্তব্যে আরও বলেন কোনো গুজবে কান না দিয়ে নিজেদের চিন্তা চেতনা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে দেশ ও সমাজের উন্নতি সম্ভব হবে এবং মাগুরার প্রত্যেকটি অঞ্চলের উন্নতি অব্যাহত থাকবে।বক্তব্য শেষে প্রধান অতিথি কাশিনাথপুর উত্তরপাড়া নবগঙ্গা নদীর উপর ৩০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ এর শুভ উদ্বোধন ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *