মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর থানা চত্বরে গত মঙ্গলবার রাতে আন্তঃ ইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করেন।
শ্রীপুর থানার আয়োজনে ১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা পিপিএম। থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।
খেলায় শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান তাদের নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
খেলায় শ্রীকোল ইউনিয়ন দল মাগুরা জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ।